চীনে জাহাজ ডু্বিতে শতাধিক যাত্রী নিখোঁজ

প্রায় সাড়ে ৪’শ আরোহী নিয়ে ডুবে যাওয়া চীনা জাহাজের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জাহাজের ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলীসহ ২০ জনকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে শতাধিক আরোহী।

এই ঘটনার পর চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জাহাজে থাকা যাত্রীর সংখ্যা সাড়ে ৪’শ বলে উল্লেখ করলেও পরে সংস্থাটি যাত্রীর সংখ্যা ৪’শ ৫ জন বলে জানায়।

সোমবার রাতে প্রবল ঝড়ের মুখে দক্ষিণ চীনের ইয়াংজি নদীতে ওই জাহাজ ডুবির ঘটনা ঘটে।

ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চললেও প্রবল ঝড় ও বাতাসের কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

উদ্ধার অভিযানে দেড়শ’ জাহাজে দুই হাজারের বেশি সেনা ও পুলিশ সদস্য অংশ নিয়েছে।

সিনহুয়া জানায়, ইস্টার্ন স্টার নামের জাহাজটি জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণ-পূর্বের শহর চোংকিংয়ে যাচ্ছিল।

উদ্ধার হওয়া জাহাজটির ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলী জানিয়েছেন, সাইক্লোনের কবলে পড়লে জাহাজটি দ্রুতই ডুবে যায়। জাহাজটিতে ৪’শ ৫ জন যাত্রী, ট্রাভেল এজেন্সির ৫ জন কর্মকর্তা ও ৪৭ জন ক্রু ছিলেন।

চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ঘটনা স্থলে যাবেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।