শিল্পকলায় বাকশিল্পাঙ্গনের আয়োজনে ‘মঙ্গল সন্ধ্যা’

আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের আয়োজনে ‘মঙ্গল সন্ধ্যা’র দ্বিতীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে মঙ্গল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন দেশের বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার। যিনি এদেশের সাংস্কৃতিক আন্দোলনের দীর্ঘ পথের এক যোদ্ধা। বিশ্ব নাট্যমঞ্চে বাংলাদেশকে সর্বোচ্চ আসনে নিয়ে গেছেন তিনি। আবৃত্তি, সঙ্গীত, নাটকসহ নানান শিল্প মাধ্যম নিয়ে তার ভাবনা দর্শক শ্রোতাদের সাথে বিনিময় করেন। দর্শক শ্রোতাদের নানা অজানা প্রশ্নের উত্তর দেন রামেন্দু মজুমদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজহারুল হক আজাদ। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন এনামুল হক বাবু, রফিকুল ইসলাম, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী। রামেন্দু মজুমদারের লেখা থেকে পাঠ করেন ইমরুন নাহার ইমু। সঙ্গীত পরিবেশন করেন সেমন্তী মঞ্জুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক আব্দুস সেলিম, শফি আহমেদ, ঝুনা চৌধুরী, আহমেদ গিয়াস, মাসুদুজ্জামান। আবৃত্তি করেন এনামুল হক বাবু, রফিকুল ইসলাম, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, রামেন্দু মজুমদারের লেখা থেকে পাঠ করেন ইমরুন নাহার ইমু, সঙ্গীত পরিবেশন করেন সেমন্তী মঞ্জুরি।