সিনিয়র যুগ্ম-মহাসচিবের পদত্যাগে জাপায় নতুন অস্থিরতা

জাতীয় পার্টির (জাপা) অস্থিরতা যেনো কাটছেই না। নতুন ৮ জনকে প্রেসিডিয়াম মেম্বার করার পরই পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও এমপি লিয়াকত হোসেন খোকা।

দলের ভেতরে সংষ্কারের দাবি জানিয়েছেন এই জাপা নেতা। তবে দলের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দলে কোন কোন্দল নেই। সবাইকে নিয়েই দলকে সুসংগঠিত করবেন তিনি।

জাতীয় সংসদে বিরোধীদল জাতীয় পার্টি এখন ব্যস্ত দলের ভেতরের বিরোধীদের নিয়ে। কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর হঠাৎ করেই একদিন রাত ১১টার দিকে চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিজের ভাই জি এম কাদেরের নাম ঘোষণা করেন।

এরপর বৃহস্পতিবার এরশাদের দেয়া এক বিবৃতিতে নতুন ৮ জনকে প্রেসিডিয়াম মেম্বার করা হলো। তার কিছুক্ষণ পরই দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন লিয়াকত হোসেন খোকা। তবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এই এমপি স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের সঙ্গে মতবিরোধের কথা শোনা যাচ্ছে। কিন্তু তা অস্বীকার করেছেন জি এম কাদের।

তবে দুজনই জানিয়েছেন, এরশাদের যে কোন সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা আছে তাদের। যা বিনা বাক্যে মেনে নেবেন তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: