উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘এরিস’

করোনাভাইরাসের প্রকোপ কমলেও তার নানা স্ট্রেইন এখন নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। করোনার পর ওমিক্রন ছিল তেমনই একটি স্ট্রেইন। এবার উদ্বেগের কারণ উঠছে এরিস নামক নতুন একটি ভেরিয়েন্ট।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি যুক্তরাজ্যে মাত্র ৩ সপ্তাহের মধ্যে ১৪ শতাংশ নাগরিক করোনার এই নতুন ভেরিয়েন্ট এরিস দ্বারা আক্রান্ত হয়েছেন।

জুলাই মাসের শুরু থেকেই দেশটিতে দ্রুত হারে বাড়তে শুরু করে সংক্রমণ। প্রতি নয়জনের মধ্যে একজন করে এই রোগে আক্রান্ত হতে থাকে। দেশটিতে অন্তত ৪৯৩৬ জন ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৫.৪ শতাংশ কোভিডে আক্রান্ত। যাদের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে।

কোভিডের নতুন স্ট্রেইনের সংক্রমণের হার রীতিমতো আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিসংখ্যান ক্রমশ উর্দ্ধগামী হলে আরও কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে পারে ব্রিটিশ প্রশাসন।