এমন হারের পর যা বললেন রশিদ খান

দুদলেরই প্রথমবার সুযোগ ছিল ফাইনালে খেলার। সাউথ আফ্রিকা সুযোগ কাজে লাগালেও পারেনি আফগানিস্তান। বালির বাধের মতো ধসে পড়েছে রশিদ খানদের ব্যাটিং, অলআউট হয় মাত্র ৫৬ রানে। ম্যাচ শেষে কন্ডিশন আর নিজেদের অবস্থার কথা বলেছেন আফগান দলপতি।

দুর্দান্ত সেমিফাইনালের আশা থাকলেও ঘটেনি। ম্যাচ শেষে রশিদ খান বলেছেন, ‘আমার মনে হয়েছে রাতটা দল হিসেবে বেশ কঠিন ছিল এবং এরচেয়ে ভালো আমরা করতে পারতাম। কিন্তু কন্ডিশন আমাদের সেটা করতে দেয়নি। যেকোনো অবস্থার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

‘আমার মনে হয়েছে আমরা ভালো ব্যাট করিনি। মুজিব উর রহমান চোটে পড়ার পর থেকে আমরা ভুগছিলাম। কিন্তু মোহাম্মদ নবী, ফজলহক আমাদের কাজটা সহজ করে দিয়েছে। তাদের ধারাবাহিক বোলিং আমাদের বেশ আনন্দ দিয়েছে।’

বাস্তবতা তুলে ধরে রশিদ বললেন, ‘আসরে আসার আগে যদি বলতেন আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলব, সে কথা আমরা বিশ্বাস করতাম না। আসরে বড় বড় ম্যাচ জিতে, আমাদের মনে হয়েছে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখি। পরে যখন এমন আসরে খেলতে আসব, আমাদের এমন বিশ্বাস থাকবে।’

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে আফগানিস্তান। সেমিফাইনালের পথে তারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো দলকে হারিয়েছে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রোটিয়াদের কাছে টিকতে পারেনি দলটি।