ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব আছে এবং থাকবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব আছে এবং থাকবে, তবে বিএনপি ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতে প্রস্তুত। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় ঢাকার বিভিন্ন স্থান থেকে যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় দলের কেন্দ্রীয় নেতারা বিএনপি-জামায়াতকে হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের নামে রাজপথে অগ্নি সন্ত্রাস মেনে নেবে না দেশের জনগণ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্বের সম্পর্ক আর ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতে প্রস্তুত বিএনপি।

সাংবাদিকদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: আমরা বলেছিলাম বছরব্যাপী উদযাপন করব। সেখানে খবর হয়- আমরা নাকি পাল্টাপাল্টি করছি। গতকাল আমরা সাইকেল র‍্যালি করেছি, বিএনপির কি কিছু ছিল? তাহলে কেন এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন?’

ওবায়দুল কাদের বলেন: আমরা সারা বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব। আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে। সে সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবেন।’

তারেক রহমানকে দেশে এনে বিচার করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ লন্ডনে বসে দেয়া কর্মসূচি মানে না। শেখ হাসিনা সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন: বিএনপি বড় বড় কথা বলে। তাদের আন্দোলন ভুয়া। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে। একজন গেল, আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এ ফরমানে ফখরুল ইসলাম, গয়েশ্বর বাবু কোথায় যান? কেউ জানে না।

সভায় আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।