বেলজিয়ামকে রুখেও ইউক্রেনের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন রোমানিয়া

ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘ই’র লড়াইটা জমেছিল বেশ। শেষ রাউন্ডের দুটি ম্যাচেই ড্র করেছে দলগুলো। চারটি দলেরই সমান পয়েন্ট, তবে দুর্ভাগা ইউক্রেন। গোল পার্থক্যে পিছিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে দলটি। একই পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২৪ বছর পর নকআউটে পা রেখেছে রোমানিয়া। এর আগে ২০০০ সালে সবশেষ গ্রুপপর্ব অতিক্রম করেছিল দলটি।

চারটি দলই একটি করে জয় ও একটি করে ড্র নিয়ে চার পয়েন্ট পেয়েছে। গোল পার্থক্যে সবার চেয়ে এগিয়ে থেকে রোমানিয়া গ্রুপ চ্যাম্পিয়ন এবং বেলজিয়াম গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে পা রেখেছে। তৃতীয় স্থানে স্লোভাকিয়ার অবস্থানও বেশ শক্ত। নকআউট নিশ্চিত তাদেরও।

শেষ রাউন্ডের ম্যাচে স্টুটগার্টে বেলজিয়ামের সঙ্গে গোলশুন্য ড্র করেছে রোমানিয়া। ফ্রাঙ্কফুর্টে স্লোভাকিয়া-রোমানিয়া ম্যাচটা শেষ হয়েছে ১-১ সমতায়।