ব্র্যাক ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি’র চুক্তি স্বাক্ষর

নিরাপদ পানি ও স্যানিটেশন সহজলভ্যতা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি’র চুক্তি স্বাক্ষর হয়েছে। ওয়াটার ডট ওআরজি একটি অলাভজনক সংস্থা, যা বিশ্বে পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে।

বাংলাদেশের ব্যাংকিং খাতে এই ধরনের বৈদেশিক গ্রান্ট এটাই প্রথম। পানি ও স্যানিটেশনে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায়ন’ প্রকল্পের অধীনে একটি পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (ডব্লিউএএসএইচ বা ওয়াশ) পোর্টফোলিও তৈরিতে তহবিলটি ব্যবহার করা হবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, এবং ওয়াটার ডটওআরজি সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর সাজিত অমিত গত ১১ জুন ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এই সহযোগিতার সুযোগ ও সম্ভাবনা এবং বাংলাদেশে (ডব্লিউএএসএইচ বা ওয়াশ) উপকারভোগীদের জন্য এটি কীভাবে উপকারী হতে পারে তা নিয়েও আলোচনা করেন।

প্রকল্পটির লক্ষ্য নিরাপদ পানি ও স্যানিটেশন পণ্যগুলি পেতে গ্রামীণ জনগোষ্ঠীগুলোকে আর্থিক সহায়তা প্রসারিত করা, উন্নত সমাধান প্রবর্তনের জন্য প্রযুক্তিখাতের অংশীদারদের সঙ্গে একসঙ্গে কাজ করা, পানি ও স্যানিটেশন সেবার মান উন্নত করা এবং উন্নয়ন এবং টেকসইতা বৃদ্ধি করতে পানি ও স্যানিটেশন খাতের এসএমইগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা।

ব্র্যাক ব্যাংক পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলির জন্য একটি পৃথক পোর্টফোলিও তৈরি করবে। ব্যাংকের পার্টনার ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলি নিরাপদ পানি এবং স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে ব্র্যাক ব্যাংক থেকে অর্থায়ন সুবিধা পাবে।