বজলুর রহমান স্মৃতিপদক পেলেন চ্যানেল আইয়ের লায়লা নওশিনসহ ৩ সাংবাদিক

মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক-২০২৩ (ইলেকট্রনিক মিডিয়া) পেয়েছেন চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট লায়লা নওশিন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে যুগ্মভাবে পুরস্কার পেয়েছেন ভোরের কাগজের ঝর্ণা মনি ও ডেইলি স্টারের আহমাদ ইশতিয়াক।

শুক্রবার (২৮ জুন) বিকেল ৪টায় ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়েদুল হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জুরিবোর্ড সদস্য ফরিদুর রেজা সাগর, এ এস এম সামছুল আরেফিন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সরওয়ার আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সভাপতির বক্তব্য দেন জুরিবোর্ডের সভাপতি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক।

পুরস্কারপ্রাপ্তরা পেয়েছেন ক্রেস্ট, সনদপত্র ও ১ লাখ টাকার চেক।

লায়লা নওশিন ‘মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ ইস্যু’ শিরোনামে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেন এবং ২০২৩ সালের ৭ থেকে ১৫ ডিসেম্বর চ্যানেল আই যথাযথ গুরুত্ব দিয়ে তা সম্প্রচার করে।