বিশ্বকাপ সেরা একাদশে রিশাদ, অধিনায়ক রশিদ

দীর্ঘ একমাসের লড়াই শেষে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ফাইনালের মঞ্চ প্রস্তুত, প্রথমবার শিরোপার লড়াইয়ে নামবে সাউথ আফ্রিকা। প্রতিপক্ষ প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন ভারত। হাইভোল্টেজ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে টি-টুয়েন্টি বিশ্বকাপের। শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হওয়ার আগেই পুরো আসরে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জায়গা পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন, অধিনায়ক আফগান তারকা রশিদ খান।

ব্রিজটাউনে কেনসিংটন ওভালে শনিবার রাতে টিম ইন্ডিয়ার বিপক্ষে নামবে প্রোটিয়া বাহিনী। ২৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ফাইনালের আগে দেয়া বিশ্বকাপের সেরা একাদশে অস্ট্রেলিয়ার কেবল দুইজনকে রাখা হয়েছে। সেরা একাদশে ভারতের সর্বোচ্চ তিনজন ক্রিকেটার স্থান পেয়েছেন। এছাড়া দুইজন আফগানিস্তানের ও একজন করে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের। দলে নেই সেমিফাইনাল খেলা ইংল্যান্ডের কেউই। এমনকি সুযোগ পাননি নিউজিল্যান্ড ও পাকিস্তানের কেউ।

ওপেনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং রোহিত শর্মা। আসরে দারুণ ছন্দে থাকা হেডের ব্যাট থেকে ৭ ম্যাচে আসে ২৫৫ রান। সমান ম্যাচ রোহিত করেছেন ২৪৮ রান। তিন নম্বর ব্যাটার হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে। এরপর আছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এবং ভারতের হার্দিক পান্ডিয়া।

স্পিন আক্রমণে আক্রমণে আফগানিস্তানের রশিদ খান এবং বাংলাদেশের রিশাদ হোসেন। সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন রিশাদ। যেখানে ২১ বর্ষী এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন, যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা, ট্রাভিস হেড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, এনরিখ নর্টজে, জাসপ্রিত বুমরাহ ও ফজলহক ফারুকি।