ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় ফুটপাতে

ঈদ আসতে বাকি আর মাত্র তিন দিন। তিনদিন পরেই সারাদেশ জুড়ে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বড় উৎসব ঈদুল আজহা। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা।

শুক্রবার ১৪ জুন রাজধানীর বেশ কয়েকটি মার্কেট ঘুরে বড় বড় স্টল এবং দোকানের পাশাপাশি ক্রেতাদের ভিড় জমতে দেখা গেছে ফুটপাতের দোকানগুলোতেও।

ফুটপাত থেকে কেনাকাটা করা শাহীদা খানম চ্যানেল আই অনলাইনকে বলেন, ফুটপাত থেকে আমার আর আমার মেয়ের জন্য জুতা কিনেছি। এখন দোকানগুলোতে সবকিছু একদাম রাখছে। সামনে ঈদ দেখে হয়তো দাম বাড়িয়ে দামাদামির সুযোগ দিচ্ছে না বিক্রেতারা। কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত আয়ের মানুষ, বাসায় যেহেতু আর‌ও অন্য সদস্যদের জন্যও কেনাকাটা করতে হয় সেহেতু ফুটপাত থেকেই কিনছি।

ফুটপাত থেকে কেনাকাটা করতে থাকা আর এক ক্রেতা নাজমুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, বাসার জন্য চাদর দেখছিলাম। এখন দোকানগুলোতে তো অনেক দাম কিন্তু ফুটপাতে আসার পর দেখি এখানেও দাম।

তিনি বলেন, কেউ দাম ছাড়তে রাজি না। সবাই এক দামে বিক্রি করছে। এতে তো আমাদের সমস্যা হয়ে গিয়েছে। যে টাকা নিয়ে এসেছিলাম সে টাকায় তো অল্প জিনিস কিনতে পেরেছি।

রাজধানীর গাউছিয়া মার্কেটের ফুটপাতে এক জুতা ব্যবসায়ী মো. আকবর চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের বেচাকেনা মোটামুটি সারা বছরই চলে। আমাদের থেকে সব শ্রেণী-পেশার মানুষ‌ই কেনাকাটা করে। মধ্যবিত্ত থেকে শুরু করে যারা উচ্চবিত্ত আবার নিম্ন মধ্যবিত্ত সবাই আমাদের কাছ থেকে কেনাকাটা করে।

তিনি বলেন,  কিন্তু ঈদ উপলক্ষে আমাদের বেচাকেনা যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি। এখন আমাদেরও তো ব্যবসা করতে হবে। তাই ফুটপাতের সব দোকানে ব্যবসায়ীরাও তাদের পণ্যের ওপর আর দাম ছাড়ছে না।

ফুটপাতে ব্যাগের দোকানি মো. সৈকত চ্যানেল আই অনলাইকে বলেন, অনেক সময় দেখা যায় পণ্যের দাম আমাদের হাতেও থাকে না। বাজারে যদি পণ্যের দাম বাড়ে তখন নিরুপায় হয়ে আমাদেরকেও নিজেদের পণ্যের দাম বাড়াতে হয়। তবে এবার আমরা যেমন ভেবেছিলাম, তার তুলনায় অনেক কম ক্রেতা পেয়েছি। কিন্তু আমরা আশাবাদী যে ঈদের আগের রাতে কেনাকাটা বাড়বে।

ঈদ সামনে আসলেও মার্কেটে খুব একটা দেখা যায়নি ক্রেতাদের আনাগোনা। স্টোর এবং দোকানের পাশাপাশি ফুটপাতেও বেড়েছে পণ্যের দাম। যার কারণে অনেকটাই ক্রেতাশূন্য মার্কেট। তবে কিছুটা স্বস্তিতে কেনাকাটা করতে চাইলে রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, ঢাকা কলেজ সংলগ্ন নুরজাহান মার্কেটে ফুটপাতে ঘুরে আসতে পারেন।