রোহিতের ফিফটি, ফাইনালে যেতে ইংল্যান্ডের লাগবে ১৭২

টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাধা হয়ে দাঁড়িয়েছিল গায়ানার আবহাওয়া। কয়েকদফা বৃষ্টির বাধা কাটিয়ে সমাপ্ত হয়েছে প্রথম ইনিংসের খেলা। রোহিত শর্মার ফিফটি ও সূর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে ভারত। ফাইনালে যেতে ইংল্যান্ডের লাগবে ১৭২ রান।

গায়ানার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জশ বাটলার। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭১ রানের সংগহ গড়ে রোহিত শর্মার দল।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সেমিফাইনাল মহারণ শুরুর কথা ছিল। স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি নামে গায়ানায়। টসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও পরে আরও কয়েকদফা ঝরে। খেলা গড়ায় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

খেলা শুরু হলেও ৮ ওভার পর ফেল মুষলধারে বৃষ্টি নামে। বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি নামার আগে ২ উইকেটে ৬৫ রান তোলে ভারত। ব্যর্থ হয়ে ফিরে যান বিরাট কোহলি (৯ বলে ৯ রান) ও রিশভ পান্ট (৬ বলে ৪ রান)।

১ ঘণ্টা ১৮ মিনিট পর পুনরায় গড়ায় খেলা। দুই দফা বৃষ্টিতে মোট ১৫৩ মিনিট (২ ঘণ্টা ৩৩ মিনিট) সময় নষ্ট হলেও কোনো ওভার কাটা যায়নি। দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে না থাকায় ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ রেখেছে আইসিসি।

বৃষ্টি শেষে ব্যাটে নেমে ফিফটি তুলে নেন রোহিত শর্মা। ছয়টি চার ও দুটি ছক্কায় ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে ফিরে যান। চারটি চার ও দুটি ছক্কায় ৩৬ বলে ৪৭ রান করেন সূর্যকুমার। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৩ এবং রবীন্দ্র জাদেজা ৯ বেল ১৭ রান করেন। শেষদিকে অক্ষর প্যাটেল ৬ বলে ১০ রান করেন।

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান তিনটি উইকেট নেন।