করোনা পজিটিভ ট্রাভিস হেড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত খেলে ম্যাচসেরার পুরস্কার নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। প্রথম টেস্ট শেষ হওয়ার পর কিছুটা অসুস্থবোধ করায় করোনা পরীক্ষা করানো হয় তার। করোনা পজিটিভ হয়েছেন ৩০ বর্ষী তারকা ব্যাটার।

ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট খেলতে যাবেন হেড। আইসোলেশনের নিয়ম-কানুন মেনে খেলতে নামলেও সেখানে যেতে কিছুটা দেরি হতে পারে মারকুটে ব্যাটারের। সুস্থতার জন্য কিছুটা বেশি সময় দেয়া হচ্ছে তাকে। মঙ্গলবার বিকাল ৫টায় মূল অনুশীলন শুরু হবে অজিদের।

বৃহস্পতিবারের দিবা-রাত্রি টেস্টের প্রস্তুতির জন্য সোমবার ব্রিসবেনে দলটির সবার মিলিত হওয়ার কথা। এ সময় হেড বাড়িতে এক রাত অতিরিক্ত কাটাবেন এই আশায় যেন তিনি দলে যোগদানের সময় করোনা নেগেটিভ হন।

হেডের যদি তখনও করোনা পজিটিভ থাকে তবে আইসোলেশন প্রোটোকল মেনে অনুশীলন ও মূল ম্যাচ খেলতে পারবেন। গতবছর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা শুরুর কয়েক মিনিট আগে ম্যাট রেনশ জানতে পারেন করোনা পজিটিভ।

সেসময় রেনশ অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় আলাদা কক্ষে থেকে টিভিতে খেলা দেখেছিলেন এবং ফিল্ডিংয়ের সময় সামাজিক দূরত্ব মেনে ফিল্ডিং করেছিলেন।