স্মার্টওয়াচের ব্যাটারির মেয়াদ যেভাবে বাড়াবেন

বর্তমান সময়ে স্মার্টওয়াচ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বিভিন্ন নতুন ফিচারসহ সবাই বেঁছে নিচ্ছে স্মার্টওয়াচ। কিন্তু স্মার্টওয়াচের বয়স ৬ মাস হতে না হতেই ব্যাটারির মেয়াদ শেষ হয়ে যায়।

কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে ব্যাটারিরে মেয়াদ বাড়ানো যাবে:

অটোমেটিক ব্রাইটনেস বন্ধ করুন

স্মার্টওয়াচ হোক কিংবা ঘড়ি, সব সময় ব্রাইটনেস কমিয়ে রাখতে হয়। তাতে হয়তো রোদে বা খুব আলোর মাঝে দেখতে সমস‍্যা হলেও চার্জ কম খরচ হয়। ব্রাইটনেস সারাক্ষণ বাড়িয়ে রাখলে ব‍্যাটারির মেয়াদও দ্রুত ফুরিয়ে যাবে। দরকার হলে তখন বাড়িয়ে নেয়া যেতে পারে। সেক্ষেত্রে সেটিংসে গিয়ে অটোমেটিক ব্রাইটনেস অপশনটি বন্ধ করে দেওয়াই ভাল।

সেমি হাইবারনেস মোড চালু রাখুন

স্মার্টওয়াচে যদি সেমি হাইবারনেস মোড চালু করা থাকে, তা হলে ব‍্যাটারি শেষ হবে কম। এটি স্ক্রিন বন্ধ করে পাওয়ার বোতাম ক্লিক না করা পর্যন্ত এটা চালু হবে না। স্ক্রিন চালু হলেই এটি নিজে থেকে বন্ধ হয়ে যাবে।

শাটডাউন করা থাক

স্মার্টওয়াচ ব‍্যবহার না করলে, চেষ্টা করুন সেটি বন্ধ রাখার। এতে চার্জ শেষ হবে না। যতটুকু চার্জ থাকাকালীন ঘড়ি বন্ধ রেখেছিলেন, চালু করার পর ততটা চার্জই থাকবে। শাটডাউন করে না রাখলে সারাক্ষণই নোটিফিকেশন আসতে থাকবে। তাতে চার্জ কমে যাবে। ব‍্যাটারির আয়ু বেশি দিন থাকবে না।