গরমে কুমিল্লা মেডিকেলে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

প্রচন্ড গরমে কুমিল্লার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। তাপদাহের কারণে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা। শিশুদের ক্ষেত্রে বেশির ভাগই ডায়রিয়া ও নিমোনিয়াতে আক্রান্ত।

যারা নানান ধরনের চর্মরোগে আক্রান্ত তাদের অবস্থায়ও ভালো নয়। বয়স্করা বেশির ভাগই হিটস্ট্রোক এবং পানিশূণ্যতায় ভুগে ভর্তি হচ্ছেন হাসপাতালে। বিভিন্ন ওয়ার্ডগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে যাওয়ায়, রোগীদের জায়গা দিতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। অতিরিক্ত রোগীর কারণে ওয়ার্ডগুলোতেও হাঁসফাস অবস্থা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ মোঃ ফজলে রাব্বি জানান, স্বাভাবিক সময়ের তুলনায় গরমের কারণে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। তবে তাপদাহের কারণে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন। সকলকে বেশি বেশি পানি ও পানি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।