গাজার রূপ চিরতরে পাল্টে দেওয়ার হুঁশিয়ারি ইসরাইলের

চলমান যুদ্ধে গাজার রূপ চিরতরে পাল্টে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। ইসরাইলের ভূখণ্ডে হামাসের হামলাকে বড় ধরনের সামরিক ও গোয়েন্দা ব্যর্থতা বলে স্বীকার করে নিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। একটানা হামলার কারণে মানবেতর জীবনযাপন করা গাজাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে ইসরাইলি বাহিনী স্থলপথে ঢুকে তাদের ওপর বর্বর হামলা চালাতে পারে। হামাস জানিয়েছে, শনিবার ইসরাইলে চালানো তাদের হামলাটি ছিলো কয়েক বছরের পরিকল্পনার ফসল। ইসরাইল ও হামাসের পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত ১৩শ’ ইসরাইলি এবং ১৪শ’ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।