শান্ত-সৌম্যদের ব্যাটিং দেখে বিরক্ত মাশরাফী যা লিখলেন

টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে। ১২.১ ওভারে আফগানিস্তানের দেয়া লক্ষ্য টপকালে সেরা চারের টিকিট মিলত। যা কাজে লাগাতে পারেননি নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার বা সাকিব আল হাসানদের কেউ। অল্প রানের লক্ষ্যে ম্যাচটাই হেরে বসেছে টিম টাইগার্স। বাংলাদেশের এমন ব্যাটিং দেখে বিরক্ত সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝেড়েছেন ক্ষোভ।

ম্যাচ হারের পর মাশরাফী লিখেছেন, ‘লিটনের ইনটেন্ট আর নন স্ট্রাইকারের নীরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোন মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিলো না। আর যদি থেকেই থাকে তাহলে প্রতি এক বা দুই ওভার পরপর চেঞ্জ হয়েছে যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে স্রেফ ম্যাচটা জিতে।’

‘অথচ আজকের হিসাবটা ছিলো শুধুই ১২.১। এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিলো না। তাতে যদি ৫০ রানেও দল অল আউট হতো অন্তত সবাই সেটা সহজ ভাবে নিতো।’

বিবেকের প্রতি দায়বদ্ধতা নিয়ে জাতীয় সংসদের হুইপ মাশরাফী আরও লিখেছেন, ‘আর যদি এই ম্যাচ জিততাম, তাও বিবেকের কাছে হেরে যেতাম। এ ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিলো না আমাদের জন্য, এটা ছিলো ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখবো ইনশাল্লাহ। হয়তো কোন একদিন…।’

‘অভিনন্দন আফগানদের। কি দারুণ তাদের শারীরিক ভাষা, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চয় কাবুল এখন কাঁপছে।’