চাঁপাইনবাবগঞ্জের আমের বিশ্ব ব্র্যান্ডিংয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়

উত্তম কৃষি চর্চা-গ্যাপ অনুসরণ করে আম উৎপাদন শুরুর দ্বিতীয় বছরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম বাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ১৫টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান।

বৃহস্পতিবার (২৭ জুন) সারা বিশ্বে বাংলাদেশের আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই পরিদর্শন আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কান্দবোনা গ্রামের রফিকুল ইসলামের এই আম বাগানটি উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে গড়ে তোলা হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদের নেতৃত্বে আমবাগান পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ১৫টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান।

এসময় সংশ্লিষ্টরা বলেন, আমের গুণগত মান বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। তার-ই অংশ হিসেবে বিশ্ববাজারে আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে আজকের এই আয়োজন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আম বাণিজ্য সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সামনে গ্যাপ সার্টিফাউড কৃষি চর্চা করে আম বাগানে সফল হওয়ার কথা তুলে ধরেন চাষী রফিকুল ইসলাম। এসময় বাগান পরিদর্শন করে উৎপাদন কৌশল দেখে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা।