করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৭০তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এরমধ্য দিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৮৫ জনে দাঁড়ালো।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৫৫ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৬ হাজার ৮৩টি পরীক্ষায় ৩৫৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৪। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৬ লাখ দশ হাজার ২৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৮৭ হাজার ৩৬৩টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৬৬১টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ চার হাজার ৫৪৩ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৬৯৬ জন সহ মোট ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮২ শতাংশ।

মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত একজন পুরুষ। সরকারি হাসপাতালে একজন মারা গেছেন। মৃত একজন ঢাকা বিভাগে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৭ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৬৮৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ১৪ হাজার ২৫৩ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৪ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৭১২ জন।