বাংলাদেশ ম্যাচে অসঙ্গতি, শাস্তি পেলেন রশিদ খান

সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে আফগানিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটায় সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে ফাইনালে উঠার লড়াইয়ে। তার আগে আইসিসির শাস্তির সম্মুখীন হয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

বাংলাদেশ ম্যাচে মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মেরেছিলেন রশিদ। সে কারণে তিরস্কৃত হওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি পেয়েছেন তারকা অলরাউন্ডার।

বুধবার বিবৃতিতে শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি। টাইগারদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছিল আফগানিস্তান। ইনিংসের শেষ ওভারে দুই রান নেয়ার চেষ্টায় প্রায় স্ট্রাইক প্রান্তে দৌড়ে গিয়েছিলেন রশিদ। তবে সঙ্গী করিম জানাত এক রানের বেশি নিতে চাননি। সতীর্থের অসম্মতি দেখে রশিদ মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মারেন আফগান অধিনায়ক।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, রশিদের আচরণে প্লেয়ারদের কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা লঙ্ঘন হয়েছে। যেখানে বিপজ্জনকভাবে কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি জায়গায় বল বা অন্য কোনো সরঞ্জাম ছুঁড়ে মারার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। ম্যাচ রেফারির দেয়া সাজা মেনে নেয়ায় কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন রশিদ।