যে কোন প্রতিষ্ঠান এন্টিভোনোম তৈরি করলে আগ্রহী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সাপের কামড়ে আক্রান্তদের ওষুধ এন্টিভেনোমের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে দেশী কোন প্রতিষ্ঠান এন্টিভোনোম তৈরি করলে ওষুধ প্রশাসন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানিয়ে যথাযথ ট্রায়ালের মাধ্যমে ব্যবহারে আগ্রহী সরকার।

রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রপ দেশে নতুন নয় এটি আগেও ছিল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন চ্যানেল আইকে বলছেন, দেশের সর্বত্র বিশেষত প্রত্যন্ত অঞ্চলে এন্টিভেনোমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কাউকে রাসেলস ভাইপার কামড়ালে তাকে সময়মতো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার তাগিদও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্তের ঘটনা দেশজুড়ে আলোচনায়। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের সর্বশেষ জরিপ বলছে, দেশে বছরে প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়। আর মারা যায় সাড়ে সাত হাজার মানুষ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নে হঠাৎ প্রজনন বেড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে রসেলস ভাইপার। আতঙ্কিত হয়ে সাপ না মারার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ প্রকৃতিতে সাপ একটি অবিচ্ছেদ্য অংশ। সাপ মারা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আতঙ্ক নয় জনসচেতনা জরুরি।