মিরপুর থেকে শুরু হল বিশ্বকাপের কাউন্ট-ডাউন

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক এবার বাংলাদেশ। আইসিসি ইভেন্টটি শুরু হতে অপেক্ষা মাত্র ১০০ দিনের। সূচি চূড়ান্ত হয়ে গেছে আগেই। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে শুরু হল আসরের ক্ষণ-গণনাও। ঢাকার এ ভেন্যুতেই হবে উদ্বোধনী-ফাইনালসহ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো।

১০০ দিনের কাউন্ট-ডাউনের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা, বিভিন্ন ক্লাবের মেয়েরাও অংশ নেন এতে।

১০ বছর পর মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে বাংলাদেশে। ২০১৪ সালেও একক আয়োজক ছিল বাংলাদেশ।

সূচি ঘোষণার পাশাপাশি আসরের ট্রফি উন্মোচিত হয়েছে গত মে মাসে। ১০ দলের আসরে ম্যাচ ২৩টি। ১৭ দিনের আয়োজনের ফাইনাল ২০ অক্টোবর।

বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্মআপ ম্যাচগুলো হবে সাভারের বিকেএসপিতে। মূল ম্যাচগুলোর ভেন্যু মিরপুর ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। শের-ই-বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা।