Tag: মোহনীয় পরিবেশ

লেক অন্টারির তীরে সংস্কৃতিকর্মীদের ব্যতিক্রমী পূর্ণিমার আসর

আকাশজুড়ে মেঘ আর চাঁদের লুকোচুরি আর লেক অন্টারিওর তীরে আছড়ে পড়া ঢেউয়ের ছলাৎ ছলাৎ ধ্বনি। এমনি এক মোহনীয় পরিবেশে খোলা আকাশের নীচের গান আর কবিতায় কবিতায় সাঁতার কেটে টরন্টোর সংস্কৃতিকর্মীরা উদযাপন করেছে ‘পূর্ণিমার আসর’। টরন্টোর ব্লাফার্স পার্কে লেক অন্টারিওর তীরে ২৩ জুন সন্ধ্যা থেকে শুরু হয়ে এই আয়োজনে মধ্যরাত অবধি গান, আবৃত্তি আর কথামালায় অভূতপূর্ব এক পরিবেশ তৈরি হয়। আবৃত্তি শিল্পী, সাংস্কৃতিক সংগঠক হিমাদ্রী রায় এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির শিল্পীরা অংশ নেন। শহরে নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন হলেও খোলা আকাশের নীচে লেকের পাড়ে এই ধরনের আয়োজন এই প্রথম। প্রাণায়ামের মধ্যদিয়ে পূর্ণিমার আসরের শুরু হয়। রবীন্দ্রনাথের গানের নৈবেদ্য দিয়ে ... Read more