রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি, কমবে তাপমাত্রা

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আজ হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনের বিভিন্নসময় হবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। ইতিমধ্যে সকালে (২৬ জুন) রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে।

আজ (২৬ জুন) বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়। রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আগামী ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।