করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট আবিষ্কার

জেএন.১ নামে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট আবিষ্কার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও জানিয়েছে, নতুন এই ভেরিয়েন্ট জনস্বাস্থ্যের জন্য খুব বেশি হুমকি সৃষ্টি করেনি।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, করোনাভাইরাসের নতুন ভেরয়েন্ট জেএন.১ এখনও বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করেনি। করোনাভাইরাসের বিএ.২.৮৬ ভেরিয়েন্টের নতুন প্রজন্ম হিসেবে জেএন.১-কে চিহ্নিত করা হয়েছে।

ডব্লিউএইচও, বর্তমান ব্যবহার হওয়া ভ্যাকসিনগুলো জেএন.১ সহ করোনাভাইরাসের অন্যান্য ভেরিয়েন্টগুলোকেও প্রতিরোধ করতে সক্ষম।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) চলতি মাসের শুরুতে বলেছে, গত ৪ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে সাবভেরিয়েন্ট জেএন.১ এর ১৫ থেকে ২৯ শতাংশ রোগী ধরা পড়েছে এবং কারো অবস্থাই আশঙ্কাজনক না।

সংস্থাটি আরও জানিয়েছে, এমন কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি যে ভেরিয়েন্ট জেএন.১ জনস্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রথম জেএন.১ সনাক্ত করা হয়।