ট্যুর অপারেটর ও গাইডের কাজ করতে লাগবে রেজিস্ট্রেশন

ট্যুর অপারেটর ও ট্যুর গাইডের কাজ করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কাছ থেকে রেজিস্ট্রেশন নেওয়ার বিধান রেখে শিগগিরই আইন কার্যকর হচ্ছে। ট্যুরিজম বোর্ডের সিইও জানিয়েছেন, রেজিস্ট্রেশন না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পর্যটন উদ্যোক্তারা বলেছেন, আইনের যথাযথ প্রয়োগের দিকে সরকারি সংস্থাকে সতর্ক থাকতে হবে।