রাজধানীসহ ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ দেশের ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ শুক্রবার (২৮ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪ থেকে ৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৯ মিমি) বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে বিবৃতিতে।