ঈদবাজারে স্বর্ণের দোকানে চলছে বিয়ের কেনাকাটা

একদিন পরেই পালন করা হবে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বড় উৎসব ঈদুল আজহা। এই ঈদে পশু কোরবানি এবং হাট‌ মূল আকর্ষণ থাকলেও শেষ মুহূর্তে কেনাকাটা করতে অনেকেই ছুটছেন রাজধানীর মার্কেটগুলোতে।

শনিবার ১৫ জুন রাজধানীর নিউমার্কেটের স্বর্ণের দোকানগুলো ঘুরে দেখা গেছে ঈদ কম, বরং বিয়ে উপলক্ষে কেনাকাটা করতে এসেছেন অনেকেই।‌

স্বর্ণের দোকানে আসা এক ক্রেতা সাদিয়া ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি আজকে মার্কেটে স্বর্ণের আংটি কিনতে এসেছি। ঈদের চতুর্থ দিন আমার অ্যানগেজইমেন্ট সেটার জন্য। এখন ডিজাইন পছন্দ করছি এরপর কিনব।

ঈদ উপলক্ষে স্বর্ণের বাজার সম্পর্কে নিউমার্কেটের সুলতানা জুয়েলার্সের দোকানী সমীর সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, বেচাকেনার অবস্থা যে খুব ভালো, তাও না; আবার খুব খারাপ, তাও না। তবে আমাদের বেচাকেনা বেশি ভালো হয়েছিল যখন মাঝে স্বর্ণের দাম ভরিতে ৮ থেকে ১০ হাজার টাকা কমেছিল। তখন অনেক ক্রেতারাই এসেছেন যারা ছোট জিনিস হোক কিছু না কিছু কিনে নিয়ে গেছেন।

স্বর্ণ কিনতে আসা আরেক ক্রেতা হামিদা খাতুন চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈদে এক সপ্তাহ পর আমার ছেলের বিয়ের অনুষ্ঠান। তাই এখন মার্কেটে ছেলের বউয়ের জন্য কিছু গহনা কিনতে এসেছি। স্বর্ণের দাম তো বরাবরের মতোই বেড়ে চলেছে। আমার যখন বিয়ে হয়েছিল তখন স্বর্ণের ভরি ছিল মাত্র ২ হাজার টাকা আর এখন সেটা লাখের উপর গিয়ে ঠেকেছে। কিন্তু বিয়েতে যেহেতু স্বর্ণ দেয়া একটা রীতি হয়ে শেই জন্য কিনতে আসা। আমাদের বাজেট ৩ থেকে ৪ লাখ টাকা। এখন দেখি এই বাজেটে কী পাওয়া যায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৯ হাজার ১১৭ টাকায় বিক্রি করা হচ্ছে।