ঈদযাত্রায় প্রিয়জনের অবস্থান জানতে হোয়াটসঅ্যাপের দারুণ ফিচার

প্রিয়জন ঈদযাত্রায় বাড়ি যাচ্ছেন বা আসছেন, তারা কি জ্যামে আটকে আছে, নাকি খুব কাছাকাছি চলে এসেছে…এরকম নানা প্রশ্ন ও উদ্বেগের সহজ সমাধান দিতে পারে মেটার মালিকানাধীন জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। খুব সহজ একটি ফিচারের ব্যবহারে জানা যাবে প্রিয়জনের ‘লাইভ লোকেশন’।

লাস্ট সিন, ভয়েস ও ভিডিও কলিংয়ের মতো নানা ফিচারের পাশাপাশি আরেকটি জনপ্রিয় ফিচার হলো ‘কারেন্ট/লাইভ লোকেশন’ শেয়ার করা। ফিচারটি বহুদিন থেকেই হোয়াটসঅ্যাপে চালু আছে।

যাত্রাপথে যে যেখানেই থাকুক না কেন, লোকেশন শেয়ারের মাধ্যমে নিজের অবস্থান জানানো যায় এবং প্রিয়জনের ফোন থেকে লাইভ লোকেশন শেয়ারের মাধ্যমে অবস্থান জানা যায় খুব সহজেই।

ধরুন আপনি আপনার বাবা-মা বা স্ত্রী-সন্তানের কাউকে বাসে বা ট্রেনে তুলে দিচ্ছেন, তাহলে তাদের হোয়াটসঅ্যাপ থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টে লাইভ লোকেশনটি শেয়ার করে আপনার চ্যাট বক্সে নিয়ে রাখুন। আর আপনি যদি যাত্রা করেন, তাহলে বাসায় থাকা কোনো প্রিয়জনের একাউন্টে আপনার লাইভ লোকেশনটি শেয়ার দিয়ে রাখুন।

কীভাবে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনটি শেয়ার করবেন-

>> হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন
>> লোকেশন যাকে শেয়ার করতে চান, তার চ্যাট ওপেন করুন
>> ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন
>> ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিতে ক্লিক করুন
>> ১৫ মিনিট, এক ঘণ্টা বা ৮ ঘণ্টা অপশনের একটি বেছে নিন

এই পদ্ধতিতে আপনি বা যার লোকেশন শেয়ার করছেন তিনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন তা শেয়ার হয়ে যাবে। এই লাইভ লোকেশন শেয়ার মেয়াদ সর্বনিম্ন ১৫ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে।

তারমানে ঢাকা থেকে চট্টগ্রাম বা দিনাজপুরে কেউ যাত্রা করলে পুরো যাত্রাকেই ট্র্যাক করা যাবে খুব সহজেই। এ ক্ষেত্রে যিনি যাত্রা করছেন, তার মোবাইলে জিপিএস অন থাকতে হবে এবং মোবাইল ইন্টারনেট চালু থাকতে হবে।

চাইলে নির্ধারিত সময়ের আগে লোকেশন শেয়ার করা বন্ধ করাও যাবে সহজেই। সেজন্য ‘স্টপ শেয়ারিং’-এ ক্লিক করলেই হবে।